ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৪ জুন ২০১৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে জবা (৯) ও তানজিনা (৭) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জবা ও তানজিনা কলাদিয়া গ্রামের কাতার প্রবাসী জালাল উদ্দিনের মেয়ে।

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিশু জবা ও তানজিনা বাড়ির সামনে পুকুরে কাছে খেলা করছিল। এক পর্যায়ে ছোট বোন তানজিনা পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন জবা পুকুরে নামলে দু’জনেই পুকুরের ডুবে যায়।

খবর পেয়ে এলাকাবাসী পুকুর থেকে দুই বোনকে বোনের লাশ উদ্ধার করেন।

নূর মোহাম্মদ/এমএএস/এমএস