সাতক্ষীরায় দুই শতাধিক মানুষের ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার তিনটি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় একযোগে ঈদের নামাজ আদায় করেন প্রায় দুই শতাধিক মুসল্লি। সব মিলিয়ে বেশ কয়েকটি গ্রামে ঈদের আনন্দ উপভোগ করছেন মানুষ।
সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা গ্রামে সকাল ৯টায় জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এসে ঈদের নামাজ আদায় করেন। এখানে নারীরাও ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। ঈদের জামায়াতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।
এদিকে তালা উপজেলার ইসলামকাটি গ্রামের সায়েমতলায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইমামতি করেন মো. সায়েদুদ্দীন। তাছাড়া সদর উপজেলার তালতলায় আরেকটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়