ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেদী আর নতুন জামা পরেও নিথর সুরাইয়া

প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৫ জুন ২০১৭

ঈদের মেহেদী আর নতুন জামা পরেই চির বিদায় নিল চার বছর বয়সী সুরাইয়া খাতুন। নির্মম বেদনাদায়ক ঘটনাটি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারানপুর গ্রামের।

রোববার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুরাইয়া। তাৎক্ষণিক উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।

মেয়ের শোকে মা সজ্ঞাহীন প্রায়। কান্নাজড়িত কণ্ঠে বাবা হাসানুর সরদার জানান, শনিবার বাজার থেকে মেহেদী ও নুতন কাপড় কিনে দিয়েছি। কী খুশি আমার মেয়েটা। রাতেই হাতে মেদেহী লাগিয়েছে। সকালে নতুন জামা পরেছে। হাসিখুশি মেয়েটা আমার আর বেঁচে নেই।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

আরও পড়ুন