দিনাজপুরে ২ লাখ মুসল্লি পড়ল ঈদের জামাত
নব নির্মিত মিনারে প্রায় ২ লাখ মানুষের সমাগমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে।
সকাল ৯টায় ময়দানে ৫শ ১৬ ফুট প্রস্তের ৫২ গম্বুজ বিশিষ্ট নব নির্মিত মিনারে এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিচারপতি এনায়েতুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলমসহ প্রমুখ।
জামাতে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব শামসুল ইসলাম কাশেমী। ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে স্বল্প পরিসরে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসলেও এবারই প্রথম এখানে নতুনভাবে নির্মিত ৫২ গম্বুজ বিশিষ্ট মিনারে এই জামাত অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় ৫ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছিলেন সংশ্লিষ্টরা।
ঈদের জামাতে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রায় ৫ শতাধিক পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি সিসি ক্যামেরার পর্যবেক্ষণসহ নিয়োজিত ছিল র্যাব, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এমদাদুল হক মিলন/এফএ/এমএস