ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইতিবাচক ধারা ফিরিয়ে আনার আহ্বান কাদেরের

প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৬ জুন ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রমজান মাস ছিল সংযমের মাস কিন্তু আমাদের রাজনীতিতে সংযমের বড়ই অভাব। আজকের দিনে আমাদের শপথ নিতে হবে। আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে। আদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু সবার ঊর্ধ্বে আমাদের দেশ। জনগণের স্বার্থে আমাদের আমাদের কাজের একটি সমন্বয় থাকতে হবে। দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সকল দলকে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হবে।

সোমবার সকাল ৯টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট জামে মসজিদে এলাকাবাসীর সঙ্গে ঈদের নামাজ আদায় শেষে এ আহ্বান জানান তিনি।

Noakhali

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালীর সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। একইসঙ্গে জেলার সকল অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন।

এসময় নোয়াাখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়নান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমির রুমিসহ জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবন্দ ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/এফএ/পিআর