মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে (পুরাতন) মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ মৃধা (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার দুপুর দুইটার দিকে মহাসড়কের উপজেলা সদরের বাইমহাটী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তার বাড়ি মির্জাপুরের গোড়াইল গ্রামে। বাবার নাম গয়েজ মৃধা। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহান মৃধা (১৬) ও প্রাইভেটকারের চালক শহিদুর রহমান সজিব আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ফাহাদ মৃধা দুপুরে তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলযোগে বেড়াতে যাচ্ছিল। দুইটার দিকে মহাসড়কের বাইমহাটী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাহাদ মৃধার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।
ফাহাদের মরদেহ কুমুদিনী হাসপাতালের মর্গে রয়েছে বলে মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ নিশ্চিত করেছেন।
এস এম এরশাদ/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা