তালায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
প্রতীকী ছবি
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে তালার মুক্তিযোদ্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি তালার তেঁতুলিয়া ইউনিয়নের সমুজদিপুর গ্রামের মৃত মফেজ মাহমুদের ছেলে আব্দুস সাত্তার মাহমুদ।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনো ডাক্তার না থাকায় বিনা চিকিৎসায় মারা যান তিনি।
তবে এমন অভিযোগ অস্বীকার করে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রাজীব সরকার জাগো নিউজকে বলেন, ওই ব্যক্তির মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাথা ফেটে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা কলেজ মোড় এলাকায় পিকআপভ্যান একটি ইজিবাইকে ধাক্কা দেয়। তবে ইজিবাইকে থাকা একজনের মৃত্যু হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়