নতুন পে-স্কেল ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
শর্তহীনভাবে নতুন পে-স্কেলে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মচারীদের অর্ন্তভুক্ত ও শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশাল নগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মহসিন বলেন, এর আগে ঘোষিত জাতীয় পে-স্কেলে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের অর্ন্তভুক্ত করা হয়েছে। তাহলে এবারে ঘোষিত পে-স্কেল থেকে কেন তারা বঞ্চিত হবেন। এসময় তিনি সরকারের প্রতি শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার দাবি জানান। নতুবা বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক মো. মজিবর রহমান, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুণ্ডুসহ অন্যরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।
সাইফ আমীন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে ঠেলে দিলো বিএসএফ
- ২ তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচনের গতি-মাত্রা বেড়েছে
- ৩ খালেদা জিয়ার মনোনয়নপত্র হাতে পেলো বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটি
- ৪ বিএনপি সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিল ও আছে: মির্জা ফখরুল
- ৫ বিএনপি নেতাকর্মীদের অবরোধ, তৃতীয় দফায় ঢাকা-ময়মনসিংহে ট্রেন বন্ধ