ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৮ জুন ২০১৭

রাজবাড়ী জেলা সদরের মুলঘর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মীম আক্তার (৮) নামে এক শিশুর মুত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মীম ওই এলাকার আনোয়ার ব্যাপারীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মীম সকালে বাড়ির পাশের পুকুরে একা গোসল করতে যায়। অনেক সময় অতিবাহিত হলেও সে বাড়ি না আসায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে মীমকে খুঁজে পায়। উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম