ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিবাদ করায় ইভটিজারদের হাতে দর্শনার্থী তরুণ খুন

প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৮ জুন ২০১৭

ভৈরবে মেঘনা নদীর সেতু সংলগ্ন এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হাতে রমজান ( ২০)  নামক এক তরুণ নিহত হয়েছেন।  বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে।

নিহতের বাবার নাম মজিদ সরকার। বাড়ি নরসিংদির সদর উপজেলার চম্পানগর এলাকায়। নিহত তরুণ বুধবার দুপুরে পাঁচ থেকে সাতজন বন্ধু নিয়ে  নরসিংদী থেকে ঈদ আনন্দ করতে ভৈরব মেঘনা পাড়ে গিয়েছিলেন।

নিহতের বন্ধু শামীম জানায়, বিকেল সাড়ে ৬টায় মেঘনা পাড়ে তারা ঘুরাঘুরির সময় সেতু সংলগ্ন এলাকায় তিনটি মেয়েকে কিছু বখাটে ছেলে ইভটিজিং করছিল। এসময় ভুক্তভোগী মেয়েরা তাদের সহযোগিতা কামনা করলে তারা ছেলেদের বাধা দেয় এবং প্রতিবাদ করে। তখন ইভটিজাররা তাদের মারতে আসে। এক পর্যায়ে এলাকার আরও কিছু ছেলে ইভটিজিংকারীদের সঙ্গে যোগ দিয়ে তাদের ওপর হামলা চালায়।

তখন ভয়ে রমজানের সঙ্গের বন্ধুরা পালিয়ে গেলেও রমজান ইভটিজারদের বাধা দেয়। তখন ওরা রমজানকে ছুরিঘাত করে পালিয়ে যায়।

পরে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় রমজান মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনা দেখে স্থানীয় লোকজন তাকে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ খবর পেয়ে ভৈরব থানা পুলিশ হাসপাতালে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং নিহত রমজানের বাড়িতে ঘটনা জানানো হয়।  রাতে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত করতে মরদেহ কিশোরগঞ্জে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
 
উল্লেখ্য, প্রতিবছর ঈদের সময়ে ভৈরবসহ আশপাশের অসংখ্য নারী-পুরুষ আনন্দ করতে মেঘনা পাড়ে ভিড় জমায়। এখানে মেঘনা নদীতে স্পিড বোড ভ্রমণ ও পাথর গাছপালার নিচে বসে মানুষ আনন্দফূর্তি করে থাকে। ঈদের দিন থেকে শুরু করে ঈদের পর কয়েকদিন এই আনন্দ চলে। ইতোপূর্বেও ভৈরবের মেঘনা পাড়ে একাধিক খুনসহ নানা অপরাধের ঘটনা ঘটলেও এবার মেঘনা পাড়ে পুলিশি নিরাপত্তার অভাব ছিল বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই আ. সালাম জানান, সন্ধ্যা ৭টায় আমরা খবর পাই মেঘনা পাড়ে এক তরুণকে কে বা কারা ছুরিকাঘাত করে হত্যা করেছে। এ খবর শুনে আমি পুলিশের টিম নিয়ে হাসপাতালে গিয়ে নিহত রমজানের মরদেহ উদ্বার করে থানায় নিয়ে আসি।  

আসাদুজ্জামান ফারুক/জেডএ