ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১১:০১ এএম, ২৯ জুন ২০১৭

পাবনা-রাজশাহী মহাসড়কের মুলাডুলি নামক স্থানে বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় শিপন (২৩) ও আশরাফুল (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত শিপন আটঘরিয়া থানার দড়িনাজিপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে এবং আশরাফুল আটঘরিয়া আরজুপাড়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে।

ঈশ্বরদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গনেশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেলা ৩টার দিকে শিপন ও আশরাফুল একটি মোটরসাইকেলযোগে দাশুরিয়া থেকে মুলাডুলির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটির গতি বেশি থাকায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন