সিলেটের ধানক্ষেতে ১২ ফুট লম্বা অজগর
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবর বাজার এলাকার ঘোড়ামারা গ্রামের শিরিছড়া সংলগ্ন ধানক্ষেত থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে এলাকার সাইদুর রহমান নামের যুবক ধান ক্ষেতে সাপটি দেখতে পেয়ে আরও ১০/১২জন নিয়ে সাপটিকে কৌশলে ধরে ফেলেন।
অজগরটিকে ধরার পর লাইলনের রশি দিয়ে বেঁধে আটকে রাখা হয়। শিরিছড়া থেকে অজগর ধরে ঘোড়ামারা গ্রামের আবদুস রশিদের বাড়িতে রাখা হয়েছে এমন খবরে এলাকার নারী-পুরুষরা এক নজর দেখার জন্য ভিড় করেন। কৌতুহলি এলাকাবাসী এটিকে মেরে ফেলতে চাইলেও সাইদুর ও রশিদ সাপটিকে মারতে দেননি। পরে সিলেট বিভাগীয় বন অধিদফতরে খবর দেন তারা। খবর পেয়ে বন বিভাগের খাদিম বনবিটের কর্মীরা সাপটি উদ্ধার করে দফতরে নিয়ে আসেন।
খাদিমবন বিটের কর্মকর্তা চয়নব্রত চৌধুরী জাগো নিউজকে জানান, সন্ধ্যায় খাদিম সংরক্ষিত বনাঞ্চলে অজগরটিকে ছেড়ে দেয়া হবে। প্রাথমিকভাবে অজগরটিকে পরীক্ষা করে দেখা গেছে এটি সুস্থ আছে।
ছামির মাহমুদ/এমজেড/আরআই