ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৯ জুন ২০১৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে হেরোইনসহ মো. রানা মিয়া (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাখইল এলাকা থেকে রানাকে আটক করা হয়। তিনি উপজেলার দিলালপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

 র‌্যাব জানায়, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রানাকে তিন গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। এই হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

পরে পৃথক অভিযানে উপজেলার বিটা সাখইল (ধানিয়া পাড়া) গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. শাহিন মিয়ার (২৬) বাড়ি থেকে তিন গ্রাম হেরোইন, একটি ডেগার, একটি ছোরা এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।

গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।

রওশন আলম পাপুল/এসআর