পলাশবাড়ীতে ট্রাকচাপায় হেলপার নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গরুবোঝাই একটি ট্রাকের চাপায় সাধন কুমার দাস (৩০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া একটায় ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাধন কুমার দাসের বাড়ি বগুড়া জেলার চাটমহা হরিপুর এলাকায়। তিনি ওই গ্রামের মৃত গৌড় চন্দ্র দাসের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮৭০২) ও কুষ্টিয়াগামী গরুবোঝাই অপর একটি ট্রাক (বগুড়া-ড-১১-০৭১৩) বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে জুনদহ এলাকায় পৌঁছে।
এসময় আলুবোঝাই ট্রাকটির চালক হঠাৎ গাড়ির গতি কমিয়ে দিলে পেছনে থাকা গরুবোঝাই ট্রাকের চালক ট্রাকটিকে নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ট্রাকে থাকা হেলপার সাধন কুমার দাস ছিটকে ট্রাকের সামনে পড়ে যান। এসময় গরুবোঝাই ট্রাকটির চাকায় দুইপা থেতলে যায় তার। এতে ঘটনাস্থলেই সাধন কুমার দাস মারা যান।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার এ টি এম গোলাম মোস্তফা মুঠোফোনে জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। নিহত সাধন কুমার দাসকে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে দেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রওশন আলম পাপুল/এফএ/এমএস