পাংশায় বাসচাপায় শিশু নিহত
প্রতীকী ছবি
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আসাদুল ইসলাম (১২) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানের আরো দুই যাত্রী আহত হয়েছেন।
নিহত আসাদুল কুষ্টিয়া এলাকার কলিমহমোরের জলিল শেখের ছেলে। আহত ছালাম ও ছলিশ শেখকে পাংশা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় একটি ভ্যানকে চাপা দেয়। এসময় ভ্যানে থাকা শিশু আসাদুল ঘটনাস্থলেই মারা যায়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এফএ/এমএস