ফেরার পথেও ভোগান্তি নেই
ঈদের আনন্দ শেষে নাড়ির টানে বাড়ি ফেরা কর্মব্যস্ত মানুষ রাজধানীতে ফিরতে শুরু করছে। রাজধানীতে ফিরতে যারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করছেন তারা নির্বিঘ্নেই নিজ নিজ কর্মস্থলে পৌঁছাতে পারছেন। এ মহাসড়কের টাঙ্গাইল অংশের ৭০ কিলোমিটার অংশে ঈদের আগেও কোনো স্থানে উল্লেখযোগ্য যানজট ছিল না। ঈদের ছুটি শেষের প্রথমদিন শুক্রবার দুপুর পর্যন্ত তেমনি কোনো যানজট লক্ষ্য করা যায়নি। এ নিয়ে সন্তোষ প্রকাশ করছেন যাত্রী ও চালকরা।
ঈদ পরবর্তী সময়ের যানজট নিরসনে এই মহাসড়কে শুক্রবার দুপুর থেকে প্রায় সাড়ে ৫’শ পুলিশ কাজ শুরু করেছেন।এছাড়াও সড়কের ১০টি স্থানে আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব আলম নিশ্চিত করেছেন।
সরেজমিনে শুক্রবার সকাল থেকে মহাসড়কের টাঙ্গাইল অংশের এলেঙ্গ বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস, করটিয়া ও তারুটিয়া এলাকার মহাসড়কে দেখা গেছে যানবাহনের স্বাভাবিক চলাচল। খুব একটা গাড়ির চাপ নেই। বেশিরভাগ সময়ই মহাসড়ক ফাঁকা দেখা গেছে। গাড়ির চাপ না থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে বাসের পাশাপাশি ট্রাক, পিকআপের ছাদে যাত্রীদের রাজধানীতে ফিরতে দেখা যাচ্ছে।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহআলম মিয়া বলেন, ঈদ পরবর্তী সময়ের এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়ক প্রায় ফাঁকা। এর ফলে স্বস্তিতে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। তবে আজ বিকেল অথবা সন্ধ্যা থেকে ঢাকামুখী গাড়ির চাপ বৃদ্ধি পেতে পারে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, যানজট নিরসনে ইতোমধ্যেই জেলা পুলিশ প্রশাসনের পক্ষে থেকে অতিরিক্ত সাড়ে ৫শ পুলিশ মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে আইপি ক্যামেরা ব্যবস্থা। এছাড়া যানজট নিরসনে মহাসড়কে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আশা করেন কোথাও যানজটের সৃষ্টি হবে না।
গোড়াই হাইওয়ে পুলিশের ইনচার্জ খলিলুর রহমান পাটোয়ারী জানান, মহাসড়কের মির্জাপুর অংশের কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি।
এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব আলম বলেন, ঈদ পরবর্তী যানজট নিরসনে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার থেকে আগামী তিনদিন কাজ করবে জেলা পুলিশ। ইতোমধ্যেই মহাসড়কে প্রায় সাড়ে ৫শ পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে পুলিশের ব্যাপক তৎপরতা অব্যাহত থাকবে। ঈদের ছুটির শুরুতে নেয়া পরিকল্পনা অনুযায়ী কাজ করায় মহাসড়কের কোথাও যেমন যানজটের সৃষ্টি হয়নি। এবারও সেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলবে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা