ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সরকারি কর্মকর্তা-অধ্যক্ষসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৮:৩২ এএম, ৩০ জুন ২০১৭

প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা ও অধ্যক্ষসহ আটজনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করেছে রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুন্দরগঞ্জ থানায় সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে এই মামলাগুলো দায়ের করেন দুদক রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মোজাহার আলী।

মামলার আসামিরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নুরুন্নবী সরকার, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম এ হাবিব সরকার, উপজেলা প্রকৌশল অধিদফতরের তৎকালীন উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান, ঠিকাদার মনজুরুল হক, প্রকল্পের সভাপতি নাসরিন আক্তার, আলমগীর হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা ও আলমগীর হোসেন চৌধুরী মিলন।

এর মধ্যে মশিউর রহমান দিনাজপুর জেলার নাবাবগঞ্জ উপজেলায় কর্মরত রয়েছেন।

সুন্দরগঞ্জ থানার পুলিশ সুত্রে জানা যায়, কয়েকটি প্রকল্পের মাধ্যমে ২০১৫-১৬ অর্থবছরে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তা, স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়। কিন্তু অধিকাংশ প্রকল্পে নামমাত্র কাজ করে অর্থ উত্তোলন করে আত্মসাত করা হয়। এ ছাড়া প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

রওশন আলম পাপুল/এনএফ/এমএস

আরও পড়ুন