ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গিবাদ দমন হলেও নির্মূল হয়নি : ওবায়দুল কাদের

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১:২৭ এএম, ০১ জুলাই ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে জঙ্গিবাদ দমন হলেও এখনও নির্মূল হয়নি। এখনও তারা হুমকি দিচ্ছে এবং তলে তলে বড় ধরনরে হামলার ষড়যন্ত্র করছে। দেশে যারা জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক তাদের সবাই চেনে। এদের সঙ্গে আওয়মী লীগের কোনো ঐক্য হতে পারে না।

শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের ছেলেমেয়েরা যাতে আর্থিক কারণে জঙ্গিবাদের খপ্পড়ে না পড়ে সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি দূর করে সুখী সমৃদ্ধ দেশ গড়তে হবে।

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, গত বছরের এ দিনে দেশে এক অনামিশা নেমে এসেছিল। বাংলাদেশকে বদলে দিয়েছিল। কি ভয়াবহ ছিল সে চিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারারাত জেগে সেনাবাহিনীর অপারেশন ‘থান্ডার বোল্ট’ মনিটর করেছিলেন।

ওই ঘটনায় শুধু বাংলাদেশের ক্ষতি হয়নি। মেট্রোরেলের সাতজন কনসালটেন্ট, গার্মেন্টেসের সঙ্গে জড়িত ইতালির নাগরিকসহ অনেক মেধাবী ও বিশ্বখ্যাত আমাদের সন্তানদের হত্যা করা হয়েছিল। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে সেই অবস্থা থেকে আমরা ফিরে আসছি। ফ্রান্স ও লন্ডন যেটি করতে পারেনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সেটি করেছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সারা বছর দৌড়ে যদি গোল না দিতে পারি তাহলে এ দৌড়ে কোনো লাভ নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অন্তত ১৫১ আসন পেতে হবে। এজন্য সকল প্রকার কোন্দল ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখনও কারও মনোনয়ন চূড়ান্ত হয়নি। তবে মনোনয়ন চূড়ান্ত না হলেও সবার প্রতীক হলো নৌকা। সে প্রতীকের পক্ষে কাজ করতে হবে।

এ সময় মন্ত্রী করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানসহ এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাটের অসমাপ্ত কাজ সমাধানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।

কবিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মফিজ উল্যা বিকমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়ারুল আনাম সেলিম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সহেল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন রুমি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুর হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম