ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

প্রকাশিত: ১২:০০ পিএম, ০১ জুলাই ২০১৭

ঈদ শেষে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপে রাজবাড়ীর দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দৌলতদিয়া প্রান্তে ছোট-বড় শত শত যানবাহন নদী পারাপারের অপেক্ষায় সড়কে আটকা পড়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া জিরোপয়েন্ট থেকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকাজুড়ে সড়কে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় অনেক যাত্রী হেঁটেই ফেরি ও লঞ্চঘাটের দিকে রওনা হয়েছেন।

rajbari

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে এবং ৪টি ফেরি ঘাটের ৪টি ঘাটই সচল রয়েছে।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস জানান, দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এ কারণেই যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে। তবে ঘাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। ঘাট এলাকার যানজট নিরসনে নিরলসভাবে পুলিশ কাজ করে যাচ্ছে।

রুবেলুর রহমান/আরএআর/জেআইএম