ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদ্রাসা ছাত্র নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৩:১৭ এএম, ২০ মে ২০১৫

দিনাজপুরে এক কওমি মাদ্রাসার ছাত্রকে চুরি করে ৪ দিন ধরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগে তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১ টার সময় নির্যাতিত মাদ্রাসার ছাত্র আবু সাঈদ (৯) এ বাবা হাসান আলী বাদী হয়ে একটি মামলা করেছে।

গ্রেফতার হওয়া তিন শিক্ষক হলেন, হাফেজ মো. রেজাউল ইসলাম, মাওলানা মো. রিয়াজুল ইসলাম এবং হাফেজ মাওলানা মো. শরিফুল ইসলাম।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে নির্যাতনকারী তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে কোটে চালান দেয়া হবে।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নে নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসায় ৪ দিন ধরে আটকে রেখে শিশু আবু সাঈদকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। মঙ্গলবার সকালে শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে ভর্তি করে।

এমদাদুল হক মিলন/এসএস/এমএস