ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

প্রকাশিত: ০২:২৩ পিএম, ০১ জুলাই ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর বাইপাস এলাকা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। তবে রাত ৮টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার দুপুরের পর থেকে মহাসড়কে হঠাৎ যানবাহনের চাপ বেড়ে যায়। মহাসড়কের ধেরুয়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় যান চলাচল বন্ধ, দেওহাটাতে রাস্তা বাঁকা ও বাসস্ট্যান্ড, গোড়াই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা খোলা, রাস্তার পাশে বাজার বসা এবং শ্রমিকদের রাস্তা পারাপারের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে যানজটের সৃষ্টি হয়। বিকেলে এক পর্যায়ে যানজট মির্জাপুর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। তবে রাত ৮টার দিকে মহাসড়কে যানবাহন থেমে থেমে চলছিল।

mirzapur

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, মির্জাপুর থেকে কালিয়াকৈর পর্যন্ত যানবাহনের প্রচুর চাপ রয়েছে। পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে।

এস এম এরশাদ/আরএআর/জেআইএম