ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০১ জুলাই ২০১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এছাড়াও ১০টি বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়। আহতদের ফরিদপুর, বোয়ালমারী ও নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ৯৬ রাউন্ড গুলি ও ৮টি টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সমর্থিত মোফাজ্জেল হোসেন মোকা হাজির সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর সমর্থক ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বরের দীর্ঘদিন থেকে ঝামেলা চলছিল।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্তিতি এখন স্বাভাবিক। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআরএম

 

আরও পড়ুন