ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম, দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত: ০১:১৮ পিএম, ০২ জুলাই ২০১৭

সাতক্ষীরা সদরের কাটিয়া আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্মের জন্য চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ফার্মের কারণে শব্দ আর দুর্গন্ধে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে আবাসিক এলাকাটি।

ভুক্তভোগী ১০ বাসিন্দা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগপত্রটি সদর থানায় প্রেরণ করছে জেলা প্রশাসন।

রোববার বিকেলে সাড়ে ৪টায় সদর থানার এএসআই পাইক দেলওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন ও স্থানীয়দের কাছে অভিযোগের বিষয়টি শোনেন।

১০ অভিযোগকারীর একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার তহিদুর রহমান বলেন, এই পোল্ট্রি ফার্মের কারণে এখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ও শব্দের কারণে থাকায় যায় না। অনেকবার বলার পরও অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় লিখিত অভিযোগ করেছি।

এদিকে, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সদর থানায় প্রেরণ করেছে জেলা প্রশাসন। সদর থানা পুলিশের এএসআই পাইক দেলওয়ার পরিদর্শন শেষে জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। সেখানে দুর্গন্ধ রয়েছে। আগামী ৭ তারিখ পোল্ট্রি ফার্ম মালিকসহ অভিযোগকারীদের থানায় ডাকা হয়েছে।

ফার্ম মালিককে আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্মের অনুমোদন, পরিবেশ অধিদফতরের অনুমোদনসহ স্বপক্ষের সকল কাগজপত্র নিতে বলা হয়েছে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে পোল্ট্রি ফার্ম মালিক আবেদার রহমান বলেন, আমি স্বর্ণপদক পেয়েছি এই ফার্মের জন্য। আমার ফার্ম খারাপ হলে অবশ্যই এই পুরস্কার পেতাম না। এখানে একটু দুর্গন্ধ রয়েছে। চেষ্টা করি যেন দুর্গন্ধ না বের হয়।

আকরামুল ইসলাম/এএম/আরআইপি