ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

প্রকাশিত: ০২:১২ পিএম, ০২ জুলাই ২০১৭

ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম রোববার থেকে আবার শুরু হয়েছে।

রোববার দুপুর ১২টা থেকে এই বন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে।

বাংলাহিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ২৫ জুন থেকে টানা ৭ দিন বন্ধের পর রোববার দুপুর ১২টা থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম আবার চালু হয়েছে। ৭ দিনের স্থবিরতা শেষে এখন ব্যস্ত সময় পার করছেন বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ীসহ কাস্টমস কর্মকর্তা, কর্মচারী ও মালামাল লোড-আনলোডের কাজে নিয়োজিত শ্রমিকরা।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন জানান, বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক ছিল। ফলে এই ছুটির মধ্যেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছে।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম