ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাড়ে ৩০০ টাকার ধানের বীজ বিক্রি হচ্ছে ৭০০ টাকায়

প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০২ জুলাই ২০১৭

নরসিংদীতে ধানের বীজ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে সরকারের বেঁধে দেয়া মূল্যে বীজ দেয়া হচ্ছে না কৃষকদের। সেই সঙ্গে তৈরি করা হচ্ছে কৃত্রিম সঙ্কট।

বীজ বিতরণ কর্তৃপক্ষ বিএডিসি ও ডিলারদের কারসাজির কারণে খেসারত গুণতে হচ্ছে কৃষকদের। ৩৫০ টাকায় বীজ কিনতে হচ্ছে ৭০০ টাকায়। তাই বিপাকে পড়েছেন কৃষকরা।

অপরদিকে চাহিদা অনুযায়ী বীজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা। ধানের বীজ না পেয়ে বিএডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কৃষকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি আমন মৌসুমে নরসিংদীর ৬টি উপজেলায় ডিলারদের মাধ্যমে কৃষকদের মধ্যে উচ্চফলনশীল জাতের ধান বীজ বিক্রি করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি।

বিএডিসির তথ্যমতে নরসিংদী জেলার ছয়টি উপজেলায় ধান বীজের চাহিদা ৩ শত ৩৩ মেট্রিক টন। এর বিপরীতে জেলার ৬টি উপজেলায় ১০৪ জন ডিলারের মাধ্যমে ৩৭৬ মেট্রিক টন বীজ বিতরণ করা হয়েছে। ডিলাররা সরকার নির্ধারিত মূল্য প্রতি বস্তা বীজ ৩৪০ থেকে ৩৫০ টাকায় ৩৫০ টাকায় বিক্রি করার কথা।

কিন্তু জেলাজুড়ে ধানের বীজ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন কৃষকরা। সরকারের ঠিক করে দেয়া দামের চেয়ে দ্বিগুণ দামে ধানের বীজ কিনতে হচ্ছে। কখনো কখনো অতিরিক্ত দাম দিয়েও ডিলারদের কাছ থেকে বীজ না পাওয়া যাচ্ছে না।

রোববার সকালে নরসিংদী বীজ বিতরণ কেন্দ্র বিএডিসি কার্যালয়ে এসে বীজ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেন কৃষকরা। পরে কয়েকশ কৃষক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।

রায়পুরা উপজেলার কৃষক সিরাজ মিয়া বলেন, ধানের বীজ নিতে ডিলারদের কাছে গেলে তারা বলেন ধানের বীজ নাই, বিএডিসিতে যান। এখানে এসেও বীজ পেলাম না। শুনেছি গত কয়েকদিন অল্প বীজ বিতরণ করে পরে তা বন্ধ করে দেয়া হয়েছে। এবছর বীজ না পেলে ধান রোপন অনিশ্চিত হয়ে যাবে।

বেলাব উপজেলার কৃষক জলিল বলেন, ডিলাররা প্রতি বস্তা বীজ খোলা বাজারে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করছে। এরপরও চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। তারা বীজ নাই বলে অজুহাত দেখাচ্ছে। অথচ বিএডিসি বলছে ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ বীজ রয়েছে।

বীজ বিতরণে কৃত্রিম সঙ্কটসহ নানা অভিযোগের কথা অস্বীকার করেছের বীজ বিতরণ কর্তৃপক্ষ বিএডিসির নরসিংদীর সিনিয়র সহকারী পরিচালক ড. আবু রেজা মো. মাহফুজুর রহমান।

তিনি বলেন, এই জেলায় চাহিদার চেয়েও বেশি বীজ বরাদ্দ দেয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেয়া চাহিদা অনুযায়ী জেলার ৬টি উপজেলায় ১০৪ জন ডিলারের মাধ্যমে ৩৭৬ মেট্রিক টন বীজ বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মূলত ডিলারদের মাধ্যমেই বীজ বিতরণ করা হয়। তাই প্রতিটি উপজেলায় কৃষকদের বরাদ্দকৃত বীজ ডিলারদের কাছে সরবরাহ করা হয়েছে। সেখানে অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

আরও পড়ুন