ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২

প্রকাশিত: ১২:০১ পিএম, ০৩ জুলাই ২০১৭

ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি পাইপ গান ও দুই রাউন্ড গুলি। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর থেকে ১২ জন, হরিণাকুন্ডু থেকে একজন, মহেশপুর থেকে চারজন, কালিগঞ্জ থেকে চারজন, কোটচাঁদপুর থেকে দুইজন ও শৈলকুপা থেকে অস্ত্র ও গুলিসহ নয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/পিআর