ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৩ জুলাই ২০১৭

নীলফামারীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দিনের পৃথক সময়ে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় কোহিনুর বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ঢেলাপীর পোড়ারহাট গ্রামের জামিল হোসেনের স্ত্রী।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, অজ্ঞাত (১৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নীলফামারী থানা পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার পলাশবাড়ি ইউনিয়নের পাঠুরীপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া সোমবার বিকেলে জেলা শহরের মধ্য হাড়োয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মিজানুর ওই এলাকার মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘরে বৈদ্যুতিক পাখা মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায় মিজানুর রহমান। নীলফামারী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ঈসা আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহেদুল ইসলাম/এএম/এমএস