রাজবাড়ীতে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার
লটারি জেতার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-৮ এর সদস্যরা।
রাজবাড়ীর বসন্তপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতারের সময় ওই চক্রের কাছ থেকে এক লাখ ২২ হাজার টাকা উদ্ধার করেছে র্যাব।
গ্রেফতাররা হলেন কাওসার মোল্লা (২৫) রাজবাড়ি জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোয়াজ্জেম মোল্লার ছেলে, একই এলাকার মৃত খালেক মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা (২০), মো. রুস্তম মোল্লার ছেলে মো. রাজিব মোল্লা (২৩), মৃত খন্দকার আবুল হোসেনের ছেলে খন্দকার মইনুল ইসলাম ওরফে মাসুদ খন্দকার ও কৈজুরি গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. রবিউল ইসলাম (২৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিরা গত ১৩ জুন ঢাকার সূত্রাপুর থানার বাসিন্দা রুনালী খান নামে এক বিউটিশিয়ানের কাছে একটি মোবাইল সিম কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন দেন। ফোন দিয়ে তারা রুনালী খানকে জানান, তিনি লটারিতে ১১ লাখ টাকা জিতেছেন। ওই টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে তারা রুনালীর কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।
পরে রুনালী খান বিষয়টি বুঝতে পেরে সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে বিষয়টি জানান।
অভিযোগের ভিত্তিতে র্যাব সদস্যরা রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের রাজাপুর ও কৈজুরি গ্রাম থেকে ওই প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২২ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ভুয়া নিবন্ধনকৃত সিমকার্ড উদ্ধার করা হয়।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের ২ নং কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তিদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রুবেলুর রহমান/এএম/পিআর