শেরপুরে ২০৮ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি
শেরপুর জেলার গরিব-মেধাবী ২০৮ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে শেরপুর জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ এসব শিক্ষার্থীদের মাঝে এককালীন মেধাবৃত্তি বিতরণ করা হয়।
এতে এসএসসি পাস ২০২ জন শিক্ষার্থীকে ৪ হাজার টাকা এবং এইচএসসি পাস ছয়জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৮ লাখ ৩৮ হাজার টাকার এককালীন বৃত্তি প্রদান করা হয়।
মেধাবৃত্তি বিতরণ উপলক্ষে এক আলোচনা সবার আয়োজন করা হয়। এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার পাল। অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির আহম্মদ খোকন, সদস্য আব্দুল খালেক, আঞ্জুমানারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পরিষদের সদস্য এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
হাকিম বাবুল/এএম/আরআইপি