হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি তিন মাস পর গ্রেফতার
পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি জসিম মোল্লাকে (৩৫) অবশেষে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ। পালিয়ে যাওয়া ওই আসামিকে ঘটনার তিন মাস পর সোমবার রাত ১০টার দিকে নলছিটি উপজেলার তৌকাঠি বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে এসআই শামীম।
এর আগে গত ৩০ মার্চ কুলকাঠী ইউনিয়নের তৌকাঠি বাজার এলাকায় গ্রেফতারের পর এক এএসআইকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় জসিম। জসিম মোল্লা কুলকাঠী ইউনিয়নের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, জসিম মোল্লা একটি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে নলছিটি থানায় ডাকাতিসহ আরও দুইটি মামলা রয়েছে। গ্রেফতার জসিম মোল্লাকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ।
মো. আতিকুর রহমান/এএম/এমএস