ভূমিধস সংক্রান্ত জাতীয় কমিটির রাঙামাটি পরিদর্শন
গত ১৩ জুন পাহাড়ধসে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গঠিত ভূমিধস সংক্রান্ত জাতীয় কমিটির সদস্যরা।
তারা মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। তারা বুধবার যাচ্ছেন বান্দরবানের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে।
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির আহ্বায়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা।
এছাড়া কমিটির যুগ্ম আহ্বায়ক একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. অর্ধেন্দু শেখর রায়সহ অন্য সদস্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, উপজেলা চেয়ারম্যান, সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক, সামরিক, বেসামরিক কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ১৩ জুন পাহাড়ধসের ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় ‘ভূমিধসের কারণ চিহ্নিতকরণ ও ভবিষ্যতে করণীয় নির্ধারণ’ শীর্ষক একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত ১৪ সদস্যের এ কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়টির অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা।
কমিটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ ওই পাঁচ জেলার জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতিদের সদস্য রাখা হয়েছে।
সভায় উত্থাপিত প্রস্তাবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি এবং রাঙামাটি পুলিশ সুপারকে কমিটিতে সদস্য করা হয়েছে। সভায় ৫ জেলায় ভূমিধসের কারণ চিহ্নিত করে ভবিষ্যতে করণীয় নির্ধারণ নিয়ে দ্রুত সুপারিশ দিতে গুরুত্বারোপ করা হয়।
সুশীল প্রসাদ চাকমা/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিকাশের এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, চিনে ফেলায় শরীরে আগুন
- ২ দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল, জানেন না জামায়াতের প্রার্থী
- ৩ দিপু হত্যায় সক্রিয় ভূমিকা রাখেন এরশাদ, মোবাইল উদ্ধার
- ৪ সিরাজগঞ্জে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা
- ৫ এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভৈরবে শিক্ষার্থীর আত্মহত্যা