ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় জঙ্গি আস্তানার খোঁজে অভিযানে ডাকাত আটক

প্রকাশিত: ০৭:৫১ এএম, ০৫ জুলাই ২০১৭

জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে অভিযানে সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের সিধাইল চর থেকে শুকুর আলী (২৫) নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার সকালে তাকে আটক করা হয়।

আটক শুকুর আলী ওই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুকুর আলীর সাত ভাইয়ের মধ্যে পাঁচজনই ডাকাত। তাদের নেতৃত্বে গাইবান্ধা জেলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি সংঘটিত হতো। কিন্তু তাদের ভয়ে কেউ মামলা করার সাহস পায়নি।

তিনি আরও বলেন, সকাল থেকে আমরা সদর উপজেলার পূর্ব সিধাইল, চিথুলিয়া ও সাপেরচরসহ কয়েকটি চরে অভিযান চালিয়েছি। এখনো অভিযান অব্যাহত আছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হকের (বি-সার্কেল) নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ৬টা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট, জেলা পুলিশ, সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের প্রায় ১০০ জন সদস্য গাইবান্ধার বিভিন্ন চরে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান শুরু করেন।

দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো জঙ্গি আস্তানা বা জঙ্গিকে আটক করা সম্ভব হয়নি বলে অভিযানে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

রওশন আলম পাপুল/আরএআর/পিআর

আরও পড়ুন