ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ম্যাজিস্ট্রেটের মোবাইল ছিনতাই মামলায় ৩ যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৫ জুলাই ২০১৭

শেরপুরে ম্যাজিস্ট্রেট দম্পতির মোবাইল ছিনতাইয়ের চাঞ্চল্যকর মামলায় ৩ যুবকের ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে যুগ্ম-জেলা জজ-১ হারুন-অর-রশিদ জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত হলেন সদর উপজেলার বড়ইতার গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে মো. মাসুদ (২৭), শহরের সজবরখিলা মহল্লার মো. শাজাহান ভূইয়ার ছেলে শরিফ মো. জন মিয়া (২৪) ও ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া গ্রামের চাঁন বিডিআরের ছেলে ফয়সাল আহমেদ (২৩)।

এদের প্রত্যেকের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। তবে মামলার অপর আসামি সজবরখিলা মহল্লার মৃত মোবারক আলীর ছেলে মো. উল্লাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের সিনিয়র এপিপি অরুণ কুমার সিংহ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১২ সালের ৬ আগস্ট রাতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।

শেরপুর শহর থেকে তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্তা সরকার ও তার স্বামী জেলা প্রশাসকের কার্যালয়ের তৎকালীন এনডিসি রাজীব সরকার রিকশাযোগে শহরের বাগরাকসা এলাকার সরকারি বাসভবনে যাচ্ছিলেন।

বাসার কাছে অজ্ঞাতনামা ৩ যুবক সুদীপ্তা সরকারের হাতে থাকা কিছু নগদ টাকা, একটি নকিয়া মোবাইল ফোন, বাসার চাবি ও কিছু কাগজপত্রসহ একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।

ওই ঘটনায় সুদীপ্তা সরকারের বেঞ্চ সহকারী মো. রুকনুজ্জামান বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে থানা পুলিশ উল্লাস নামে এক যুবককে ছিনতাইকৃত মোবাইলসহ গ্রেফতার করে।

পরে তার দেয়া তথ্য মোতাবেক মো. মাসুদ নামে অপর এক যুবককে গ্রেফতার করা হলে সে নিজের দায়সহ অপর ২ যুবক শরিফ মো. ভূইয়া ও ফয়সাল আহমেদকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পরবর্তীতে তদন্ত শেষে ডিবির এসআই মিঠু মিয়া ২০১৩ সালের ২২ জানুয়ারি আদালতে ওই ৪ যুবকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় বাদী ও ম্যাজিস্ট্রেটসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত ৩ জনকে দোষী সাব্যস্ত করে এ সাজার আদেশ দেন।

হাকিম বাবুল/এএম/জেআইএম