পরিবহন ধর্মঘট : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ
ফাইল ছবি
সোহাগ পরিবহনের কর্মচারীকে আটকের প্রতিবাদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলা বাস ধর্মঘটের কারণে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। তৃতীয় দিনের মতো চলা এ ধর্মঘটে বাস না পেয়ে বিকল্প পথে যাতায়াত করছেন যাত্রীরা। তবে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছে, ঢাকার নির্দেশ পেলে তারা বাস ছাড়তে প্রস্তুত রয়েছেন।
পরিবহন ব্যবসায়ী সমিতির সূত্র জানায়, মঙ্গলবার ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতি হলে যাত্রীদের অভিযোগে চালক ও তিন কর্মচারীকে আটক করে পুলিশ। মলিক-শ্রমিক নেতারা তার মুক্তির দাবিতে ঢাকার সাথে সকল প্রকার সরাসরি বাস যোগাযোগ বন্ধ করে রেখেছে।
শহরের মুনজিতপুর গ্রামের ইয়াসিন আলী জানান, অফিসের কাজে আমাকে ঢাকায় যেতে হবে। কিন্তু সাতক্ষীরা থেকে কোন পরিবহন ঢাকা যাচ্ছে না। বিকল্প পথে ভেঙে ভেঙে আমাকে ঢাকায় যেতে হবে। ফলে আমার সময় ও অর্থ দুটোই বেশি খরচ হচ্ছে। আবার মালামাল নিয়ে যেতেও খুব অসুবিধা হবে।
তবে সাতক্ষীরা কে লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার ফিরোজ আহমেদ জানান, যে কোনো সময় বাস ছাড়তে আমরা প্রস্তুত। ঢাকার পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সিদ্ধান্ত পেলে আমরা গাড়ি ছাড়ব।
এসএস/পিআর