ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারড়া ইউপি নির্বাচনে রিয়াজ বিজয়ী

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৫ জুলাই ২০১৭

পর পর দুইবার স্থগিত হওয়া টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বুধবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

এতে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সকালের দিকে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

শান্তিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে আবুবকর সিদ্দিক পান ৪ হাজার ৮৯২ ভোট।

অপরদিকে লাঙ্গল প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস পেয়েছেন ৪ হাজার ০২৯ ভোট ও ধানের শীষ নিয়ে মনিরুজ্জামান লিটন পেয়েছেন ১ হাজার ১৩৯ ভোট।

উল্লেখ্য, গত বছরের ২৩ মার্চ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বন্যাকবলিত এই ইউনিয়নের দুটি ওয়ার্ড নদীগর্ভে বিলীন হওয়াসহ সিমানা জটিলতা ও মামলাজনিত কারণে সেই সময় ভারড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে যায়।

সীমানা পুনর্নির্ধারণ ও মামলা জটিলতার অবসান ঘটিয়ে চলতি বছরের ২৩ মে ভারড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন তারিখ ঘোষণা করা হয়। বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মিয়া উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করায় দ্বিতীয় দফায় ফের স্থগিত হয় ভারড়া ইউপি নির্বাচন।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস