ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘালয়ে বিজিবি-বিএসএফ প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশিত: ১০:১১ এএম, ০৬ জুলাই ২০১৭

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিজিবির ময়মনসিংহ সেক্টরের ২৭-ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, শেরপুর সীমান্তে ভারতের ডালুতে বুধবার (০৫ জুলাই) বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ডালু সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় বিএসএফ একাদশ ৭-০ গোলে বিজিবি একাদশকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ভারত দলের অধিনায়ক কনস্টেবল নরেশ কুমার ত্রিপুরা ও রানারআপ বাংলাদেশ দলের অধিনায়ক নায়েক আলাল মিয়ার হাতে ট্রফি তুলে দেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া প্রত্যেক খেলোয়াড় এবং উভয় দেশের কর্মকর্তাদের মাঝে পারস্পরিক শুভেচ্ছা উপহার বিনিময় করা হয়।

এ সময় বিজিবি ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ বিজিবিএম, ২৭-ব্যাটালিনের সিও লে. কর্নেল আনিসুর রহমান, মেজর মেজবাহুল আলম ও মেজর এনামুল করিম এবং বিএসএফ তুরা সেক্টরের ডিআইজি ইউপিএস পাঠানিয়া আরটিডি, কমান্ডার পিকে মিসরা, সঞ্জয় কুমার শ্রীবাস্তব, সুকুমার পাঠানিক, হিমনাথ কুমার ও সানকাটা প্রাসাদসহ বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল/এএম/জেআইএম