ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ ক্ষমতায় থাকলে কেউ নিরাপদ নয় : খোকন

প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৭ জুলাই ২০১৭

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আ.লীগ ক্ষমতায় থাকলে কেউ নিরাপদ নয়, গুম খুন আতঙ্কে থাকে সাধারণ মানুষ। এখন শুধু বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ মানুষকেও গুম করা হচ্ছে। গুম, খুন নিয়ে সরকার নতুন নতুন নাটক তৈরি করছে। সুযোগ পেলে সাধারণ মানুষ এই নাটকের সমুচিত জবাব দেবে।

শুক্রবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি কর্তৃক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের মাঝে ভিশন ২০৩০ প্রচারণার প্রকাশিত বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে: কর্নেল (অব:) জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহ-সভাপতি সুলতানউদ্দিন মোল্লা, অ্যাডভোকেট বাসেদ প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপির আওলাদ হোসেন মোল্লা, রফিকুল ইসলাম সরকার, আলমগীর, যুবদলের জামান, আসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এমএএস/পিআর