ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলের নলীন পয়েন্টে বিপদসীমার উপর যমুনার পানি

প্রকাশিত: ০৩:০১ এএম, ০৮ জুলাই ২০১৭

উজান থেকে নেমে আসা ঢলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের নলীন পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে ভূঞাপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও গোপালপুর উপজেলার একটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ বলেন, উজান থেকে নেমে আসা ঢলে প্রতিদিনই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় যমুনা নদীর টাঙ্গাইল অংশের নলীন পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস