ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১১ বছর পর বাড়ি ফিরে পেল সোহাগী

প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৮ জুলাই ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী সোহাগী খাতুন ১১ বছর পর ফিরে পেল তার পৈতৃক বসতবাড়ি।

শনিবার দুপুরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও আলোকিত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (আপ্রউস) মাধ্যমে সোহাগী তার হারানো বসতবাড়ি ফিরে পায়। সোহাগী উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের আব্দুল গফুর সরকারের মেয়ে।

প্রতিবন্ধী সোহাগী জানান, গত ১১ বছর ধরে আমার চাচা আফসার আলীর ছেলে সেলিমের সঙ্গে ১৪ ডিসিমাল বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ জায়াগার অর্ধেক অংশ আমার বাবার। আমার কোনো ভাই না থাকায় এ জায়গার বেশি অংশ সেলিম ভাই দখল করে রেখেছিল। অনেক বিচার-সালিশ করেও কোনো লাভ না হওয়ায় উল্লাপাড়া আলোকিত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার শরণাপন্ন হই।

shohagi

সংস্থার নির্বাহী পরিচালক সুলতান তাহমিনা আইনের সহায়তা নিয়ে স্থানীয় প্রধানদের সহযোগিতায় এ ঝামেলাটি মীমাংসা করে বসতবাড়ি আমাদের হাতে তুলে দিয়েছেন। ১১ বছর পর বাড়ি ফিরে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিবন্ধী সোহাগী।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুলতান তাহমিনা জানান, সোহাগী আমাদের সংস্থার একজন সদস্য। বাড়ি নিয়ে ঝামেলা হলে সে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা উল্লাপাড়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ ও স্থানীয় প্রধানদের সহযোগিতা নিয়ে কয়েক দফা সালিশি বৈঠকের মাধ্যমে ১১ বছর পর তার বাড়িটি ফিরিয়ে দিয়েছি। এ কাজটি করতে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। তবুও যে সোহাগীর জায়গা ফিরে দিতে পেরেছি এতেই আনন্দে মনটা ভরে গেছে।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/জেআইএম