ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৮ জুলাই ২০১৭

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

jamalpur

জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শনিবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর উপজেলার কুলকান্দি, পার্থশী, চিনাডুলী, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া, দেওয়াগঞ্জের সদর, চিকাজানি, চুকাইবাড়ি, মেলান্দহের ঝাউগড়া, মাহমুদপুর এবং সরিষাবাড়ীর উপজেলার পিংনা ইউনিয়নের শতাধিক গ্রামের ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

jamalpur

এছাড়াও জেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে। সেই সঙ্গে ঘর-বাড়ি, রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দি মানুষগুলো।

এদিকে শনিবার ইসলামপুর ও দেওয়ানগঞ্জে প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

jamalpur

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ২০ মে.টন চাল এবং নগদ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রশাসনের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। যা সঠিক সময়ে দুর্গত এলাকায় বিতরণ করা হবে।

শুভ্র মেহেদী/এমএএস/জেআইএম