ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৮ জুলাই ২০১৭

কিশোরগঞ্জে আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে বিজিবির উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় ক্ষতিগ্রস্ত একশ জনকে ২০ কেজি করে চাল দেয়া হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় ছেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবি ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল কাজী আনিরুদ্ধ, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল হক শেখর, চৌদ্দশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম স্থানীয় সমাজসেবক মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম