ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ কর্মকর্তা অপহরণ মামলার সাত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৮ জুলাই ২০১৭

ঢাকার কেরানীগঞ্জ থানার এসআই মশিউল আলমকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে এই আসামিদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা দুইটি বাজাজ পালসার মোটরসাইকেল আটক করা হয়। শুক্রবার বিকেল ৫টায় এই বিষয়ে প্রেস ব্রিফিং করে কোতোয়ালি থানা পুলিশ।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন জানিয়েছেন, ঢাকার কেরানীগঞ্জ থানায় গত ১৩ মে দায়ের হওয়া অপহরণ ও মুক্তিপণ মামলার আসামিদের ধরতে ফরিদপুর জেলা পুলিশ ও কেরানীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জেলা সদরের বিভিন্ন জায়গা থেকে দুইটি বাজাজ পালসার মোটরসাইকেলসহ সাত আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, চলতি বছরের ১৩ মে কেরানীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা মো. মশিউল আলম তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। এসময় চিতাখোলা ব্রিজের কাছে পৌঁছলে অপহরণকারীরা তার গতিরোধ করে তাকে তুলে নিয়ে যায়। পরে তারা বিভিন্ন মোবাইল ফোনে পুলিশের এই কর্মকর্তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এক লক্ষ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

তিনি আরও বলেন, এই ঘটনার পর গভীর রাতে ওই রাস্তার পাশে তাকে ফেলে গেলে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরের দিন তিনি (মশিউল আলম) বাদী হয়ে অপহরণ ও মুক্তিপণ মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, পারভেজ মোল্লা (২৬), পাপ্পু মোল্লা (২১), সুজন সরকার (২২), মিতুল খান (২৫), শিমুল মোল্লা (২০) ও বেলায়েত হোসেন বিপ্লব (২৭)।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. আব্দুর গফফার জানান, গ্রেফতাকৃতরা কেরানীগঞ্জ থানার আনোয়ার হোসেন ও সাগর আহমেদ অপহরণ ও মুক্তিপণ মামলারও আসামি।

তরুণ/এমএএস/জেআইএম