ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান খুন

প্রকাশিত: ০৫:০৯ এএম, ২২ মে ২০১৫

নেত্রকোনার মোহনগঞ্জে ২নং বটতলী-বানিহারী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মাহাবুবুল আলম রানার উপর হামলার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুুলিশ ও স্থানীয়রা জানান, মোহনগঞ্জের পৌর শহরের পুদ্দার পট্টিতে মোবাইল ফোন চুরি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার দুপুরে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে হায়দার, মানিকসহ চার পাঁচজন ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম রানার উপর হামলা চালান। এসময় খুড় দিয়ে রানার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ ঘটনার পর তাকে চিকিৎসার জন্য নিয়ে আসলে বৃহস্পতিবার সকালে অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে মারা যান।

এই খবর নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক।

কামাল হোসাইন/এমজেড/এমএস