রাঙামাটিতে পুলিশ-পরিবহন শ্রমিক সংঘর্ষ
রাঙামাটিতে পুলিশ ও পরিবহন শ্রমিকের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। রোববার দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি শালবনে মেরামত করা রাস্তার ওপর দিয়ে পণ্য পরিবহন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে আহত হন সাপছড়ি পুলিশ ক্যাম্পের কনস্টেবল জহিরুল ইসলাম (২৩) ও পিকআপ চালক বোরহান উদ্দিন (২৪)। আহত দু’জনকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১৩ জুন পাহাড় ধসে বিধ্বস্ত হওয়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শালবনে মেরামত অংশের ওপর দিয়ে ভারি যান চলাচলসহ এক টনের অধিক পণ্য পরিবহন নিষিদ্ধ রয়েছে। কিন্তু পরিবহন শ্রমিকদের অনেকে আদেশ অমান্য করে তার ওপর দিয়ে অধিক মালামাল পারাপার করে আসছে বলে অভিযোগ কর্তব্যরত শালবন ক্যাম্প পুলিশের।
রোববার দুপুরে অধিক মালামাল পরিবহনের সন্দেহে চলাচলরত গাড়ি আটকে তল্লাশি চালায় পুলিশ। এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে কর্তব্যরত পুলিশের ওপর চড়াও হয়ে হামলা করে আটকে পড়া পরিবহনগুলোর চালক ও শ্রমিকরা। এতে কনস্টেবল জহিরুল ইসলাম গুরুতর আহত হন।
পরে চলাচলরত পরিবহন শ্রমিকদের ওপর পাল্টা-আক্রমণ চালায় কর্তব্যরত পুলিশ। এসময় অন্য চালক ও হেলপাররা নিজেদের গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের বেধড়ক পিটুনিতে আহত হন পিকআপ চালক বোরহান উদ্দিন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ এবং পরিবহন শ্রমিকদের স্থানীয় নেতারা।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ এবং রাঙামাটি ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন বলেন, ঘটনাটি উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে উভয়কে নিয়ে বসে সমাধান করা হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিকাশের এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, চিনে ফেলায় শরীরে আগুন
- ২ দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল, জানেন না জামায়াতের প্রার্থী
- ৩ দিপু হত্যায় সক্রিয় ভূমিকা রাখেন এরশাদ, মোবাইল উদ্ধার
- ৪ সিরাজগঞ্জে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা
- ৫ এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভৈরবে শিক্ষার্থীর আত্মহত্যা