কলেজের নবীনবরণে এমপির সামনেই ছাত্রলীগের হাতাহাতি
ঝালকাঠির রাজাপুর ডিগ্রী কলেজের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে স্থানীয় সংসদ সদস্য বিএইচ হারুনের সামনেই ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টার দিকে অনুষ্ঠান মঞ্চের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠির রাজাপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য বজলুল হক হারুন কলেজ মিলনায়তনের অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি হিসেবে প্রবেশ করছিলেন। এসময় এমপির পাশে হাঁটছিলেন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান। একটু সামনে হাঁটছিলেন ছাত্রলীগের আরেক নেতা রাজিব ফরাজী।
এসময় এমপির সামনের লোকজন সরিয়ে দিচ্ছিলেন রাজিব ফরাজী। এক পর্যায়ে ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সামনে থাকা রাজিব ফরাজীকে সরিয়ে দিতে চাইলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় এমপি হারুনসহ উপস্থিত অতিথিরা হতবম্ব হয়ে পড়েন। পরে পুলিশ সাংসদ হারুনকে নিরাপদে সভামঞ্চে উঠিয়ে দেন।
পরে সাংসদ হারুণ এবং স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ ছাত্রলীগের ওই দুই নেতার মধ্যে সমঝোতা করিয়ে দেন। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে অনুষ্ঠান শুরু হয়।
এ ব্যপারে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ হাসান বলেন, আসলে লিডারের সামনে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত। তবে নিজেদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা তাৎক্ষণিকভাবেই সমাধান হয়েছে।
এ ব্যপারে রাজাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান বলেন, আমি ঘটনার কথা শুনেছি মাত্র কোনো কিছুই আমার সামনে ঘটেনি।
আতিকুর রহমান/এফএ/জেআইএম