ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১০ জুলাই ২০১৭

কিশোরগঞ্জের কটিয়াদীতে রিকশার চাকার সাঙ্গে ওড়না পেঁচিয়ে লিজা অাক্তার (১৬) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে এ ঘটনা ঘটে। কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত লিজা কটিয়াদী পৌরসভার কামারকোনা গ্রামের নূরুল ইসলামের মেয়ে। তিনি কটিয়াদী মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি রিকশায় চড়ে কলেজে যাচ্ছিলেন লিজা। এ সময় নিজের অজান্তে চলন্ত রিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি।

তাকে প্রথমে কটিয়াদী উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে অাশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ অাড়াইশ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/এএম/এমএস