এবার কুষ্টিয়ায় রান্নাঘরে ২৮ বিষধর গোখরা
এবার কুষ্টিয়ার মিরপুরে একটি বাড়ির রান্নাঘর থেকে মিললো ২৮টি বিষধর গোখরা সাপ। এর মধ্যে ২৭টি বাচ্চা আর একটি মা গোখরা। স্থানীয়রা বাচ্চাগুলোকে মেরে ফেলেছে, তবে মা সাপটিকে ধরে রেখেছে।
গতকাল সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর স্কুল পাড়ার নাজমুল ইসলাম লিটনের রান্নাঘর থেকে সাপের বাচ্চাগুলো মারা হয়।
নাজমুল ইসলাম লিটন জানান, সকালে দুটি গোখরা সাপের বাচ্চা বাইরে দেখা যায়। পরে রান্না ঘরের ভেতরে আরও দুইটি দেখা যায়। তারপর রান্না ঘরের মাটি খুঁড়ে একে একে ২৭টি বাচ্চা পাওয়া যায়। পরে স্থানীয়রা এক ওঝাকে খবর দিলে তিনি এসে মাঠি খুঁড়ে মা সাপকে ধরে ফেলে।
ওঝা ফিরোজ বলেন, আমি আসার আগেই গোখরা সাপের ২৭টি বাচ্চাকে মেরে ফেলে স্থানীয়রা। পরে মা সাপকে আমি জীবিত উদ্ধার করেছি। একসঙ্গে এত সাপের বাচ্চা এবং মা সাপ দেখতে এলাকাবাসী লিটনের বাড়িতে ভিড় করেছে।
এর আগে গত বৃহস্পতিবার (০৬ জুলাই ) সন্ধ্যা থেকে শুক্রবার (০৭ জুলাই) গভীর রাত পর্যন্ত রাজশাহীর তানোর উপজেলার সদর পৌরসভা এলাকার ভদ্রখণ্ড গ্রামে মারা হয়েছে ১২৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা। ওই গ্রামের কৃষক আক্কাস আলীর রান্নাঘর থেকে সাপগুলো মারা হয়।
আল-মামুন-সাগর/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ