ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়েনে ঝগড়ার চর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এর আগে গত শনিবার সন্ধ্যায় দুই দফা সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। উভয়পক্ষ দা, লাঠি, বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। গ্রামের মজিবুর মেম্বার ও ফিরুজ আলী মিয়া এই দুই পক্ষের মধ্য সংঘর্ষ হয়েছে বলে গ্রামবাসীরা জানায়। আহতদের মধ্য কয়েকজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বলে জানা গেছে।
আহতরা হলেন রেহেনা বেগম (৫০), আশিক (৩৫), মাসুম (২৩), সেলিম ( ২৯), হাবিবুর (৩৫), প্রীতি আক্তার (১২), জুহুরা বেগম (২৫), কামাল (২৮), শাওন (১৮), রেনু মিয়া(৬০), ওসমান (৫৫), হাসি বেগম (১০), বিল্লাল (২৬) জহির মিয়া, রমজান (৬৭), জুবায়ের (৩১)। ঘটনার খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত শনিবার বিকেলে এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ওদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামালেও প্রায় ২০ জন আহত হয়।
ঘটনাটি নিয়ে দুটি দল সোমবার দুপুরে আবারও সংঘর্ষে লিপ্ত হলে প্রায় ৩০ জন আহত হয়। আহত কয়েক ব্যক্তি পুলিশের ভয়ে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেয়। তবে ১০ জন আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
এলাকার চেয়ারম্যান মো. ফারুক মিয়া জানান, সাবেক মজিবুর মেম্বার ও ফিরুজ আলীর পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঝগড়া শুরু করে। গত শনিবার ঘটনার সূত্রপাত হলে সংঘর্ষের পর তারা আজও পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস