সাংবাদিক শিমুল হত্যা : ২৪ পলাতক আসামির মালামাল ক্রোকের নির্দেশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক ২৪ আসামির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার দুপুরে মামলার ধার্যকৃত তারিখে শাহজাদপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক পুলিশি প্রতিবেদনের আলোকে পলাতক আসামিদের বিরুদ্ধে এ আদেশ জারি করেন। একই সঙ্গে আদালত শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পরোয়ানা তামিল করে আগামী ২২/০৮/২০১৭ তারিখে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।
উপজেলা চৌকি আদালতের জিআরও আতাউর রহমান রাত ৯টায় জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৩/০৬/২০১৭ তারিখে সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিট আমলি আদালত কর্তৃক গৃহিত হয়। ওইদিন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক চার্জশিটভুক্ত পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে শাহজাদপুর থানার ওসিকে পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরবর্তী ধার্য তারিখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।
তিনি আরও জানান, চার্জশিটভুক্ত ২৪ আসামি পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি মর্মে থানা পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করলে সোমবার দুপুরে আদালতের বিচারক আসামিদের মালামাল ক্রোকের নির্দেশ দেন।
প্রসঙ্গত: গত ২ ফেব্রুয়ারি দুপুরে দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল মারা যান। এ ব্যাপারে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ ২৫/৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২ মে বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম শাহজাদপুর পৌরসভার মেয়র (বর্তমানে সাময়িক বরখাস্ত) হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাকসহ ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পুলিশ মেয়র হালিমুল হক মিরুসহ ১৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও চার্জশিটভুক্ত অপর ২৪ জন এখনও পলাতক রয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার আইনজীবী কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা