ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীর কুড়ালের কোপে স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ১০:২০ এএম, ১১ জুলাই ২০১৭

নেত্রকোনার মোহনগঞ্জে স্বামীর কুড়ালের কোপে বিউটি আক্তার (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহে মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নে বানিহারী গ্রামের জাবেদ আলীর ছেলে রাসেল মিয়ার (২৬) সঙ্গে তার স্ত্রী বিউটি আক্তারের (২৫) কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেল মিয়া (২৬) তার স্ত্রী বিউটি আক্তারকে কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করলে কিছুক্ষণ পর বিউটি আক্তার মারা যান। ঘটনার পর স্ত্রীকে হত্যার দায়ে রাসেলকে আটক করে পুলিশ।

মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মোতালেব জাগো নিউজকে জানান, ঘটনার পর ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কামাল হোসাইন/আরএআর/এমএস